বেলডাঙা ২: সব জল্পনার অবসান, আগামীকাল বেলডাঙ্গায় নতুন দলের শুভ সূচনা করছেন হুমায়ুন,জনসভায় ডাক দিলেন আপামর রাজ্যবাসীকে
সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙায় আনুষ্ঠানিকভাবে তার নতুন রাজনৈতিক দলের শুকোচনা করছেন আগামীকাল। এদিন তিনি আপামর রাজ্যবাসীরকে তার নতুন দলের শরিক হওয়ার জন্য রাজনৈতিক জনসভায় ডাক দিলেন ।