বর্ধমান ১: পূর্ব বর্ধমান জেলার নতুনহাটে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হলো সাইকেল আরোহীর
পূর্ব বর্ধমান জেলার নতুনহাটে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হলো সাইকেল আরোহীর। মৃতের নাম অজয় রায়,বয়স আনুমানিক ৫৭,মঙ্গলকোট থানার কোগ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে তিনি গতকাল দুপুর তিনটেয় সাইকেলে চড়ে মঙ্গলকোট হাসপাতাল যাচ্ছিলেন স্ত্রীকে আনতে। স্ত্রী আশা কর্মী ছিলেন।যাওয়ার পথে নতুনহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে এসে সজরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন অজয় বাবু। Bmch এ নিয়ে আসা হলে আজ ভোর রাতে তার মৃত্যু হয়।