প্রয়াত হলেন মালদহের চাঁচলের প্রবীন তৃণমূল নেতা শচ্চিদানন্দ চক্রবর্তী। রবিবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। প্রবীন নেতার মৃত্যুতে এদিন চাঁচলে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুর ১২ টা নাগাদ হাসপাতালে গিয়ে তাকে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। আগাগোড়া বর্ণময় রাজনৈতিক জীবন ছিল প্রয়াত নেতার। পেশায় ছিলেন শিক্ষক। পরে রাজনীতিতে আকৃষ্ট হয়ে কংগ্রেসে যোগ দেন।