ওয়েষ্টবেঙ্গল ডিজাষ্টার ম্যানেজমেণ্ট এণ্ড সিভিল ডিফেন্স ফাইটার এ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিন কমিটির রাজ্য সহ সভাপতি সৌমিত্র চট্টরাজ জানিয়েছেন, তাঁরা নিজেদের জীবন বাজি রেখে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে পুলিশ ও প্রশাসনের পাশে দাঁড়িয়ে কাজ করে যান। কিন্তু আজ তাঁরাই সবথেকে উপেক্ষিত। সারা মাসে তাঁরা সঠিকভাবে কাজও পাননা। তিনি জানিয়েছেন, ১৩৪১ নং সরকারী নির্দেশের জন্যই আজ ডিজাষ্টার বিভাগ পঙ্গুতে পরিণত হয়েছে। তাঁরা এই নিয়মের পরিবর্তন চান।