বর্ধমান ১: পূর্ব বর্ধমান জেলার দেওয়ান দীঘি থানার মাহিনগর এলাকায় ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক হোটেল ব্যবসায়ীর
পূর্ব বর্ধমান জেলার দেওয়ান দীঘি থানার মাহিনগর এলাকায় ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কৃষ্ণগোপাল চৌধুরী (৫৫) দেওনদিঘী থানার মাহিনগরে তার বাড়ি। মাহিনগর এলাকাতেই তার হোটেলের ব্যবসা ছিল। মৃতের ছেলে রিন্টু চৌধুরী জানিয়েছেন আজ রবিবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে তিনি মোটরসাইকেলে চড়ে মাহিনগর থেকে দেপাড়া দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথেই মাহিনগর থেকে কিছুটা এগিয়ে সামনে থেকে আসা একটি ডাম্পার গাড়ি তাকে সজরে ধাক্কা মারে।