বালুরঘাট: পাল ভবানীপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ নেমে এলো শোকের ছায়া
–স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক গৃহবধূ। মৃতার নাম লক্ষ্মী মুর্মু । জানা গিয়েছে, হরিরামপুর থানার পাল ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সোমবার রাতে নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন লক্ষ্মী দেবী। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। সেই কারণেই চরম পদক্ষেপ নেন ওই গৃহবধূ। সেই ঘটনাতেই হরিরামপুর থানার পুলিশ তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায়।