খানাকুল ১: চোরেরা নবান্নে ৫২,৫৩,৫৪ করছে;অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব গরিব,অসহায়;পুরশুড়ায় রসিকতা ভরা কটাক্ষ অভিনেতা রুদ্রনীল ঘোষের
চোরেরা নবান্নে ৫২,৫৩,৫৪ করছে;অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব গরিব,অসহায়।রবিবার পুরশুড়ার মসিনান মাঠে এসে তৃণমূল ও অভিষেক ব্যানার্জীকে এমনই ভাষায় রসিকতা করে কটাক্ষ করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।এদিন পুরশুড়ার বিধায়কের উদ্যোগে রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মশিনান মাঠে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রুদ্রনীল।সেখানে ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে।এলাকা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।