কলকাতা: কলকাতা থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হলো তৃণমূলের প্রতিনিধি দল, SIR ইস্যুতে দেবে বিস্তারিত রিপোর্ট
কলকাতা থেকে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে শুক্রবার হাজির হল তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল। আজ সকাল ১১টা নাগাদ কমিশনের সদর দফতরে পৌঁছে তারা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে চলতে থাকা SIR (Special Investigation Report) সংক্রান্ত কাজকর্ম নিয়ে বিস্তারিত তথ্য কমিশনের হাতে তুলে দেওয়া হবে।