খয়রাশোল: লোকপুরে উদ্ধার হওয়া তাজা বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করল CID-র বোম্ব ডিসপোজাল টিম
লোকপুর থানার রুপুষপুর অঞ্চলের আনন্দনগর–লডাঙ্গাল গ্রাম এলাকায় তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ডিএসপিএ ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে বিশেষ অভিযানে পুকুরপাড়ের খেজুর গাছের ঝোপ থেকে প্লাস্টিকের ব্যাগে প্রায় ১২টি বোমা উদ্ধার হয়। খবর পেয়ে লোকপুর থানার পুলিশ এলাকায় পাহারা বসায়। কে বা কারা বোমাগুলি রেখেছে তা এখনও জানা যায়নি, তদন্ত চলছে। শনিবার বিকালে বোম্ব ডিসপোজাল টিম বোমাগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।