রায়গঞ্জ: বিয়ে বাড়িতে খেয়ে বাড়ি ফেরা হোলো না যুবকের, পথ দুর্ঘটনায় মৃত্যু হোলো তার, চাঞ্চল্য ধলগায়,
বিয়ে বাড়িতে খেয়ে বাড়ি ফেরা হোলো না যুবকের, পথ দুর্ঘটনায় মৃত্যু হোলো তার, চাঞ্চল্য রায়গঞ্জের ধলগা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম রাজু মাহালদার, বয়েস আনুমানিক ২৫ বছর, বাড়ি করনদিঘির বরধই এলাকায়। পরিবারের দাবী রবিবার রাতে রায়গঞ্জের পাহাড়পুর এলাকা থেকে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বাড়ি ফিরছিলো ওই যুবক। পথে রায়গঞ্জের ধলগা এলাকায় তাদের বাইকে কোনও গাড়ি অথবা বাইক ধাক্কা মারে।