উড়িষ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ এবং মোটর বাইকে জোর করে গেরুয়া ধ্বজা লাগিয়ে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। নদীয়ার কালীগঞ্জের শিয়ালখালা পরিযায়ী শ্রমিক মহসিন শেখ,হাসিবুল সেখ ও তাদের সহকর্মীরা উড়িষ্যার গঞ্জাম জেলার হিঞ্জিলাকাটে হেনস্থার শিকার।