শীতের শুরুতেই জঙ্গলে আগুন লাগার ঘটনা। ডলং জঙ্গলে পুড়ে গেল প্রায় তিন হেক্টর এলাকা। কেউ বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে করছে বনদপ্তর। সোমবার দুপুরে এই আগুন শুকনো পাতায় লেগে জঙ্গলের বেশিরভাগ এলাকা প্রবেশ করে। বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে দমকল বনদপ্তর যৌথ চেষ্টায় অনেক পরে নেভাতে সক্ষম হয়েছে।