রবিবার সন্ধ্যায় ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিরচড়া উত্তর পাড়া ময়দানে গ্রামবাসীদের নিয়ে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে এক আলোচনা সভার আয়োজন করা হয়,সম্প্রতি বাহিরচড়া উত্তরপাড়া সহ একাধিক গ্রামে শুরু হয়েছে ব্যাপকহারে গঙ্গা ভাঙন,যার ফলে বিঘের পর বিঘে ৩ ফসলি জমি গঙ্গার গ্রাসে চলে যেতে থাকে,গঙ্গা ভাঙন রক্ষা কমিটির দাবি অবিলম্বে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ করতে না পারলে কৃষি জমির পাশাপাশি পুরো গ্রামটাই গঙ্গা গর্ভে চলে যাবে।