মাথাভাঙা ১: একই এপিক নম্বরে দুজনের নাম যার ফলে এস আই আর ফরম ফিলাপ করতে পারলেন না মাথাভাঙ্গা ছাট খাটের বাড়ি নেপাল দাস
মাথাভাঙ্গা,একই এপিকে দুই ব্যক্তি।একজন মাথাভাঙ্গা অপরজন হরিণ ঘাটার বাসিন্দা।দুজন ব্যক্তির একই নাম এপিক নম্বর ও এক। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ অভিযোগ করেন নেপাল দাস।যারফলে মাথাভাঙ্গা ছাট খাটের বাড়ির বাসিন্দা নেপাল দাসের বারিতে আসেনি এসআইআর ফ্রম এমনটাই দাবি নেপাল দাসের।বিষয়টি স্থানীয়দের জানালে অনলাইনে এপিক নম্বর যাচাই করতেই চক্ষু চড়কগাছ।একই এপিকে আরেকজন এসআইআরে আবেদন করেছে । এসআইআরে আবেদন করতে না পারায় আতঙ্কিত নেপাল দাস।