শনিবার থেকে শুরু হয়েছে রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব। আর এই হেয়ারিং কে কেন্দ্র মঙ্গলবারও রানাঘাট এসডিও অফিসে নামলো মানুষের ঢল । প্রসঙ্গত বিহারের পর এবার এই রাজ্যেও শুরু হয়েছে এসআইআর এর কাজ। 2002 সালের ভোটার লিস্ট কে সামনে রেখে শুরু হওয়া এই এসআইআর এর যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই এবং ম্যাপিং এর ক্ষেত্রে গোলযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এমন নাগরিকদের হেয়ারিং এর জন্য সমন পাঠিয়েছে নির্বাচন কমিশন।