ইটাহার: জাতীয় কংগ্রেসে যোগ দেবেন ইটাহারের প্রাক্তন MLA অমল আচার্য, ইটাহার চৌরঙ্গী মোড় এলাকায় সাংবাদিক সম্মেলন করে জানালেন তিনি
দীর্ঘ জল্পনার অবসান। আগামী ১২ নভেম্বর জাতীয় কংগ্রেসে যোগদান করছেন ইটাহারের প্রাক্তন MLA অমল আচার্য্য। সোমবার ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায় উল্কা ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটা জানান অমল বাবু। বিধানসভা নির্বাচনের আগে অমলের কংগ্রেসে যোগদানের খবরে জোড় রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে উত্তর দিনাজুপুর জেলার রাজনৈতিক মহলে। জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ১২ নভেম্বর কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে অমল আচার্য জাতীয় কংগ্রেসে যোগ দেবেন।