দাসপুর ২: রানীচক এলাকায় বাড়ি থেকে উদ্ধার দম্পতির পচা-গলা দেহ
বাড়ি থেকে বেরোচ্ছে পচা গন্ধ সন্দেহ হয় এলাকার মানুষজনের ঘটনার পরে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করলে দেখে জড়াজড়ি করে শুয়ে রয়েছে স্বামী-স্ত্রী। ঘটনা পরে খবর দেওয়া হয় দাসপুর থানায়। ঘটনা দাসপুর থানা রাণীচক এলাকায় কয়েক দিন ধরেই ওই দুইজন স্বামী স্ত্রী তাদেরকে দেখা যাচ্ছিল না এলাকাতে। নাম বছর ৬৫ শেখর মন্ডল তার স্ত্রী শিপ্রা মন্ডল ৬১ বছর বয়স,