রঘুনাথপুর ২: সিনেমার কাহিনীকে হার মানিয়ে SIRএর দৌলতে ৩৭বছর পর গোবরান্দা গ্রামের বাড়ি ফিরলেন নিখোঁজ দাদা,খুশির হাওয়া পরিবারে
SIR নিয়ে দিকে দিকে নানা অভিযোগ। কিন্তু সেই SIRএই হাসি ফোটাল পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের গোবরান্দা গ্রামের চকবর্তী পরিবারে।SIRএর দৌলতে ৩৭ বছর পর অভিমানে বাড়ি থেকে চলে যাওয়া গোবরান্দা গ্রামের বাসিন্দা তথা BLO প্রদীপ চক্রবর্তীর দাদা বিবেক চক্রবর্তী বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে আসায় খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে। জানা যায়,গোবরান্দা গ্রামের বাসিন্দা দেবনারায়ণ চক্রবর্তীর তিন ছেলের মধ্যে বিবেক চক্রবর্তী বড় ছেলে দীর্ঘ ৩৭বছর আগে অভিমানে বাড়ি থেকে চলে যান।