তুফানগঞ্জ ১: ঘোগারকুটি নতুন বাজার ইট ভাটা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর টোটো উল্টে গুরু তর আহত কে রেফার জেলায়
ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘোগর কুটি নতুন বাজার ইট ভাটা সংলগ্ন এলাকার ঘটনা। আহত ব্যাক্তির নাম সঞ্জিত বর্মন। তার বাড়ি বড় ভিটা এলাকায়। টোটো নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং টোটর তলায় চাপা পড়ে যায়।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে।