পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগ মতো মানিকচক শাখার তরফে আট দফা দাবিকে সামনে রেখে মানিকচকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল আশা কর্মীরা। বেতন ১৫ হাজার সহ কর্তব্যরত অবস্থায় মৃত্যুতে পাঁচ লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা সহ একাধিক দাবিদাওয়াকে সামনে রেখে শতাধিক আশা কর্মীরা একত্রিতভাবে একটি পদযাত্রায় অংশগ্রহণ করে। রাজ্য সরকার ও প্রশাসনের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরা হয়।