বাসন্তী: বাসন্তী কুলতলীতে পুনরায় আদিবাসী কল্যাণ সমিতি ক্লাবের দাবিতে বিক্ষোভ ,ক্লাব ভেঙ্গে সবজির দোকান,তদন্ত প্রশাসন।
বাসন্তীর কুলতলীতে পুনরায় আদিবাসী কল্যাণ সমিতি ক্লাবের দাবিতে বিক্ষোভ। এলাকায় চাঞ্চল্য। বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা আদিবাসী গ্রামের মানুষের। ক্লাব ঘর ভেঙ্গে সবজি দোকান করার অভিযোগ উঠল দালাল চক্র জমি মাপিয়ে দের বিরুদ্ধে। দালাল চক্রে দখল হল রেজিস্ট্রি ক্লাব বিগত কুড়ি বছর ধরে রেজিস্ট্রি হয়ে রয়েছে ক্লাবের নামে কিন্তু আচমকায় ক্লাবের জায়গা দখল করে নিয়ে বসানো হয়েছিল সবজির দোকান অথচ ক্লাবের ছেলেরাই টের পেলেন না। ক্লাব ভেঙে যখন সবজির দোকান বসাতে লাগলো তখন