বিনপুর ১: অব্যাহত হাতির তান্ডব,খাবারের সন্ধানে বনিশোল এলাকায় প্রবেশ করল প্রায় ২৫-৩০ টি হাতির বিশাল একটি দল
অব্যাহত হাতির তান্ডব, ফের খাবারের সন্ধানে লালগড় রেঞ্জে প্রবেশ করল প্রায় ২৫-৩০ টি হাতির দল। বৃহস্পতিবার বিকেল নাগাদ বিনপুর ১ ব্লকের লালগড় রেঞ্জের বনিশোল এলাকায় প্রবেশ করে হাতির এই বিশাল দলটি। এতগুলো হাতি একসাথে এলাকায় প্রবেশ করতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ক্ষতিহয় কয়েক কাঠা জমির ধান গাছ।