ঝালদা ২: SIR নিয়ে BJP- র আলোচনা সভা সম্পন্ন হল কোটশীলা পার্টি অফিসে, ছিলেন দলের জেলা সভাপতি
আজ বিকালে ঝালদা দু নম্বর ব্লকের কোটশিলা পার্টি অফিসে সাংগঠনিক একটি আলোচনা চক্র সম্পন্ন হল ভারতীয় জনতা পার্টির । ওই আলোচনা চক্রে জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।