ভগবানগোলা ১: ভগবানগোলা PWD মোড় থেকে স্টেশন রোডে ঢালাই কাজ শেষ—স্বস্তিতে যাত্রী ও স্থানীয়রা
ভগবানগোলা PWD মোড় থেকে স্টেশন যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। খানা-খন্দে ভরা রাস্তা, সামান্য বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাওয়া—এসব কারণে প্রতিদিনই সমস্যায় পড়তেন সাধারণ রেল যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। বহুবার অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হচ্ছিল না। শেষমেশ প্রশাসনের উদ্যোগে সেই সমস্যারই অবসান হলো। আজ, বুধবার সকালবেলায় শুরু হয়েছে রাস্তার ঢালাইয়ের কাজ, যা বেশিরভাগটাই শেষ হওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া। স্থানীয়দের দাবি, বহুদিন ধ