আরামবাগ: আরামবাগ থানার সিভিক ভলেন্টিয়ার এর মানবিক মুখ,কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন
সিভিক ভলেন্টিয়ার এর মানবিক মুখ,কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিলেন।জানা গেছে,আরামবাগ পুরসভার ১৩নং ওয়ার্ডের বাসিন্দা সেখ আসরফ হোসেন মঙ্গলবার লিংক রোডে একটি ব্যাংকে গিয়ে ৯০০০ টাকা তুলে হারিয়ে ফেলেছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে,ব্যাংকের সামনে ডিউটি করছিলেন আরামবাগ থানার সিভিক ভলেন্টিয়ার প্রত্যুষ ঘোষ।তিনি ব্যাগটি কুড়িয়ে থানায় জমা দেন।থানায় ডেকে ব্যক্তির হাতে টাকার ব্যাগটি তুলে দেয় পুলিশ।