মালদহে প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে ছিড়ে ফেলা হলো প্রধানমন্ত্রীর পোস্টার। মালদা সাহাপুর বাইপাস এলাকায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লাগানো একাধিক পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। প্রায় ৫টি পোস্টার ছেঁড়া হয়েছে। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, পরিকল্পিতভাবেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, দলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই।