জামালপুর: ১২ বছর পর বেত্রাগরের শীতলা মায়ের নিরঞ্জন পর্ব কে কেন্দ্র করে ১৫ হাজার মানুষকে ভোগ বিতরণ
প্রতি ১২ বছর অন্তর বেত্রাগড়ের শীতলা মায়ের মূর্তি তথা প্রতিমা বিসর্জন করা হয়। আর এই বিসর্জন পর্ব কে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে ঘোরানো হয় প্রতিমাকে নিয়ে। আর এই বিসর্জন পর্ব কে কেন্দ্র করে গোটা এলাকাবাসী সহ জামালপুর ব্লকের মোট পনেরো হাজার মানুষজন ভোগ গ্রহণ করে বলে জানা যায়। রায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ৩০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে একই রীতি মেনে।