কোচবিহার ১: কোচবিহার শালবাগানে শুরু হল জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৫, উপস্থিত পৌরসভা ও NBSTC চেয়ারম্যান
কোচবিহার শালবাগানে শুরু হল জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৫।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ , NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্যরা।এদিন উদ্যোক্তরা জানান, এই বছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে।৩দিন এই ফেস্টিভ্যাল চলবে জানা গিয়েছে।প্রকৃতির মাঝে এই থিয়েটার হয়। প্রকৃতির সাথে আত্মীয়তার একটা সম্পর্ক। মুক্তমঞ্চে, মুক্ত প্রকৃতিতে প্রকৃতি বাঁচানোর বার্তা দিতেই এই থিয়েটারের আয়োজন করা হয়।