মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলের চাঁদড়া এলাকায় উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচারে বেরিয়েছিলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। সেখানে বক্তব্য রাখার সময় এসআইআর ইস্যুতে ফের বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিয়ে বললেন-কেউ এস আই আর এর কিছু কাগজ চাইতে এলে তাদের কানের গোড়ায় দুটো লাগিয়ে দিন। প্রশ্ন করুন তারা আমাদের জন্য কি করেছে ?