বিধানসভা নির্বাচনের প্রচার কি শুরু হয়ে গেলো রায়গঞ্জে, ২০ নাম্বার ওয়ার্ডে বিধায়কের জনসংযোগ ঘিরে প্রশ্ন। বৃহস্পতিবার বিকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, আমরা জন সংযোগ কর্মসুচী করতে এসেছিলাম৷ আমাদের সাথে স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর অর্নব মন্ডল, শহর তৃনমুল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস, শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা আছেন। আমরা শুধু নির্বাচনের সময় প্রচার করতে আসিনা। গোটা বছর মানুষের পাশে থাকি।