তারকেশ্বর: হুগলির তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুলিশ সূত্রের খবর আগুনে ভসিভূত ৪টি দোকান
রবিবার নাগাদ হুগলির তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুলিশ সূত্রের খবর আগুনে ভসিভূত ৪টি দোকান। এই দোকানের মধ্যে ছিল একটি রেস্টুরেন্ট, দুটি চপের দোকান ও ১টি চায়ের দোকান। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলে তারকেশ্বর থানার পুলিশ। দমকল সূত্রের খবর গ্যাস সিলেন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে যায়। চপের দোকান ও রেস্টুরেন্টে মজুত করা ৬ টি গ্যাস সিলেন্ডার ব্লাস্ট করে বলে স্থানীয়রা জানান।