বিনপুর ২: ওড়গন্দা এলাকায় পথ দুর্ঘটনার কবলে চারচাকা গাড়ি
পথ দুর্ঘটনার কবলে ছোট চারচাকা গাড়ি। শুক্রবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে বিনপুর 2 ব্লকের ওড়গন্দা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার দিক থেকে শিলদা দিকে আসছিল একটি চারচাক প্রাইভেট কার। ওড়গন্দা এলাকায় ঝাড়গ্রাম বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কের বাঁ দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে যায়। আহত হন গাড়ির চালক। স্থানীয়রা গাড়ির চালককে উদ্ধার করে শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।