তুফানগঞ্জ ১: চামটা বসাক পাড়া এলাকায় জাতীয় সড়কের উপর ছোট চার চাকার গাড়ি ও যাত্রীবাহী বেসরকারিবাসের সংঘর্ষ , হাসপাতালে মৃত এক
ঘটনাটি শনিবার শেষ বিকেলে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের জিগনিতলা সংলগ্ন চামটা বসাকপাড়া এলাকার ঘটনা এবং রবিবার এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা প্রতিক্রিয়া দেন। পুলিশ জানিয়েছে মৃতের নাম প্রশান্ত পাল। তিনি কোচবিহার RPF পোস্টের একজন সাব-ইন্সপেক্টর ছিলেন। শনিবার ছোট চার চাকার গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন তিনি। সম্ভবত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন যার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল। তাকে উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতাল, সেখান থেকে কোচবিহারে নিয়ে গেলে সেখানে মৃত হয়