গলসি এক নম্বর ব্লকের মানকর অঞ্চলের প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুতে শোকাহত সমগ্র মানকর অঞ্চল। জানা গেছে সোমবার রাতে অকাল মৃত্যু ঘটে মানকর অঞ্চলের প্রধান ডালিয়া লাহার। মঙ্গলবার সকাল দশটায় মানকর পঞ্চায়েত এলাকায় ডালিয়া লাহার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। এদিন সকাল দশটায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা মুড়িয়ে মাল্য দান করলেন তিনি।