আলিপুরদুয়ার ১: হাতির উপর নজরদারি এবং চোরা করবার ঠেকাতে জলদাপাড়ায় চালু হলো আধুনিক কন্ট্রোলরুম
হাতির উপর নজরদারিতে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হলো জলদাপাড়ায়।শনিবার সকাল দশটা নাগাদ এমনটাই জানালেন জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO পারভিন কাশওয়ান।ওই কন্ট্রোল রুম থেকে একদিকে যেমন হাতির উপর নজরদারি চালানো হবে তেমনই আবার চোরা কারবারের উপরও নজরদারি চলবে বলে জানাচ্ছে বন দপ্তরের আধিকারিকরা।