দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজের শিল্যানাস হয়ে গেল রতুয়ার চাঁদপুর এলাকায়। এলাকাবাসীর সহযোগিতায় এই রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বার্তা রাখা হলো। দীর্ঘদিনের রাস্তা দাবি ছিল এলাকাবাসীর। সেইমতো বিধায়ক সমর মুখার্জি, বিডিও শেখর সেরপা সহ অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পথশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তার কাজটির শিল্যানাস করা হয়।