কোচবিহার ১: তড়িঘড়ি SIR করতে গিয়ে জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে, পলিমারির ঘটনা উদাহরণ, কোচবিহারে কটাক্ষ তৃণমূল মুখপাত্রের
নির্বাচন কমিশন তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে সাধারণ মানুষকে বিরাম্বনার মধ্যে ফেলছে। তার অন্যতম উদাহরণ হচ্ছে কোচবিহার দক্ষিণ বিধানসভার পলিমারির ঘটনা, কোচবিহারে বললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়। এদিন তিনি বলেন, পলিমারের দুজন রাজবংশী বাসিন্দা অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারী কে মৃত বলে ডিলিশন লিস্টে দেখানো হয়েছে। কিন্তু তারা দুজনেই জীবিত এবং যথাযথভাবে ফরম ফিলাপও করেছে। পার্থ প্রতিম রায় কি বলেছেন শুনবো