কাটোয়া ২: করুই বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের SRI নিয়ে পথসভা অনুষ্ঠিত হলো
SIR নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে মানুষের মনে, অনেকে ভাবছেন ফরম ফিলাপ করতে না পারলে তাদেরকে পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশ। আবার অনেকে তাদের ফর্ম ফিলাপ ঠিক মতন না হলে তাদের কোথায় স্থান হবে সেই নিয়েও উদ্বিগ্ন। আর মানুষের মনে এই সমস্ত বিভ্রান্তি দূর করতে কাটোয়া দু'নম্বর ব্লকের করি অঞ্চলের করুই বাস স্ট্যান্ড এলাকায় এদিন শুক্রবার বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এই পথসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন টিএমসি নেতৃত্ব।