পুরুলিয়া ২: জানালার সঙ্গে গলায় বেল্টের ফাঁস, মফস্বল থানার শ্যামপুর গ্রামে অস্বাভাবিক মৃত্যু যুবকের
জানালার সঙ্গে গলায় বেল্টের ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল পুরুলিয়া ২ নম্বর ব্লকের শ্যামপুর এলাকায় । মৃতের নাম সরজ গোপ । দেহটি পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর আজ বিকালে তুলে দেওয়া হয় আত্মীয়দের হাতে ।