রতুয়া ১: ছেলে মেয়ের সাথে কথা বলার ইচ্ছে ছিল,সাত তলা থেকে পড়ে মৃত্যু বটতলা এলাকার শ্রমিকের, কফিন বন্দি দেহ ফিরলো বাড়ি
Ratua 1, Maldah | Nov 30, 2025 স্ত্রীকে ফোন মারফত জানিয়েছিল ছেলে মেয়ের সাথে কথা বলবে। দুপুরে কথা বলার আগে সাত তলাতে কাজ করতে গিয়ে পড়ে যায় এবং মর্মান্তিক মৃত্যু হয় রতুয়ার বটতলা এলাকার শ্রমিক মোহাম্মদ কাজীমুদ্দিনের। প্রায় দুই মাস আগে মুম্বাইয়ে কাজ করতে গিয়ে গত বৃহস্পতিবার পড়ে যান এবং মৃত্যু হয় তার। কাজ শুরুর আগে স্ত্রীর সাথে ফোনে কথা বলেছিলেন। গ্রামে কফিন বন্ধি মৃত দেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ল পরিবার বর্গসহ গ্রামবাসীরা। সরকারি সহযোগিতার আবেদন।