মুরারই ২: হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, গোয়ালমালে ফিরল দেহ—শোকে স্তব্ধ গ্রাম
হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, গোয়ালমালে ফিরল দেহ—শোকে স্তব্ধ গ্রাম।বীরভূম জেলার মুরারই ২ ব্লকের পাইকর ২ অঞ্চলের গোয়ালমাল গ্রামের এক পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করতেন। গত ২০ নভেম্বর, বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের কাছে খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। আজ ২৩ নভেম্বর, রবিবার সকালে মৃতদেহ গোয়ালমাল গ্রামের বাড়িতে আনা হয়।