কোচবিহার মদনমোহন কলোনী এলাকা থেকে বিশাল আকারের অজগর উদ্ধার করল পশুপ্রেমী সংগঠন ও বনদপ্তর এর কর্মীরা। শুক্রবার দুপুর দুটো নাগাদ এই অজগর সাপটিকে উদ্ধার করে তারা। এলাকার একটি স্কুলের পেছনের জঙ্গলে গাছের ডালের উপর শুয়েছিল অজগর সাপটি। হরিপুরতে গিয়ে এলাকার এক স্থানীয় মহিলা সাতটি কে দেখেন