হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের অন্তর্গত মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বিভিন্ন প্রান্তের মানুষের এই হাসপাতালে একমাত্র চিকিৎসা পরিষেবার ওপর নির্ভরশীল। কিন্তু এই হাসপাতালে খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিকির সময় মত আসেন না নিয়মিত আসেন না বলেই অভিযোগ স্থানীয়দের। পরিষেবা বলতে কিছুই পাওয়া যাচ্ছে না হাসপাতালে বলে অভিযোগ। এলাকাবাসী এই অভিযোগ কে সামনে রেখে ক্ষোভ বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে। রোগী আসলে অন্য হাসপাতালে স্থানান্তর করে দিয়ে দায়ভারসারে অভিযোগ।