জেলার একমাত্র বড় হাসপাতাল মেদনীপুর সদর হাসপাতাল বা মেদনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ প্রান্তিক মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ এই হাসপাতালের দিকে তাকিয়ে থাকেন চিকিৎসার জন্. সেই হাসপাতালে যাওয়ার অন্যতম প্রধান রাস্তা বটতলা চক থেকে বিদ্যাসাগর হল রোড। খুবই গুরুত্বপূর্ণ এবং ইমারজেন্সি এই রাস্তাটি, সিরিয়াস রোগীদের ওই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয় কারণ এমার্জেন্সি বিভাগ এই রাস্তার উপরেই পড়ে।