অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে আদালতে পাঠালো পুলিশ বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার এলাকার এক স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিদ্যালয়েরই এক অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যালয়ের প্রাঙ্গণ। পুলিশ ঘটনায় অভিযুক্ত কে গ্রেফতার করে। ধৃতকে আজ বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।