গাজোল: মাটির তল দিয়ে গ্যাস পাইপ লাইন চলে যাবে প্রত্যেক গ্রাহকের রান্নাঘর পর্যন্ত তারি শুভ সূচনা অনুষ্ঠিত হয়ে গেল শংকরপুর এলাক
Gazole, Maldah | Dec 2, 2025 প্রবল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে গ্যাস লাইনের জন্য পাইপ বসানোর কাজ শুরু হয়ে গেলো এদিন মঙ্গলবার। পাইপ লাইনের মধ্যে দিয়েই রান্না করার গ্যাস রান্না ঘর পর্যন্ত পৌঁছে যাবে বসানো হবে মিটার সেই মিটার অনুযায়ী বিল পেমেন্ট করতে হবে। গ্যাস পাইপলাইন কাজ শুরু হওয়ার আগে পুরোহিত দিয়ে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে পাইপলাইন বসানোর কাজ এর শুভ সূচনা করা হয়। এদিন মঙ্গলবার বেলা দুইটা নাগাদ জানা গিয়েছে গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের শংকরপুর কালী মন্দির সংলগ্ন এলাকায় ৫১২ নম্ব