রবিবার সকাল ১০ টার সময় থেকে sir খড়সা তালিকায় নাম না থাকা তেহট্ট ১নং ব্লক এলাকার ভোটারদের নোটিশ দেওয়ার মাধ্যমে তেহট্ট ১ বিডিও অফিসে শুরু হল SIR শুনানি,উপস্থিত তেহট্ট ১ বিডিও সঞ্জীব সেন ও জয়েন্ট বিডিও মিলন মালাকার। SIR শুনানি সকাল ১০টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৪টের সময় পযর্ন্ত।