দাসপুর ১: ফরিদপুরে গোল্ড হাব পরিদর্শনে DM,SDO,BDO
কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফরিদপুর এলাকায় গোল্ড হাব ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গোল্ড হাব পরিদর্শনে আসেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক, ঘাটাল মহকুমা শাসক ,দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও সহ প্রশাসনের আধিকারীকেরা।