দিনহাটা ১: দিনহাটায় নারীর সম্মান, সুরক্ষা ও ক্ষমতায়নে প্রমীলা বাহিনীর ১৫ তম বর্ষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল
দিনহাটায় নারীর সম্মান, সুরক্ষা ও ক্ষমতায়নে প্রমীলা বাহিনীর ১৫ তম বর্ষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগার এ এই জেলা সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, প্রমিলা বাহিনীর কনভেনর সাজিদা পারভিন সহ অনেকেই। এদিন আগামী দিনে প্রমিলা বাহিনীর কার্যক্রম পরিচালনা করার জন্য নতুন কমিটি গঠিত হয়। এই কমিটিতে সভাপতি ফাতেমা বিবি , কোষাধক্ষ্য কণিকা সরকার ও সম্পাদিকা শুক্লা বর্মন