স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে,মেচেদা ও বর্ধমান রুটের বাসটি আলিশা বাসস্ট্যান্ডে আসার জন্য জাতীয় সড়কের উল্টো লেন দিয়ে আসার সময় দুর্গাপুর গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের ফলে ট্রাকটি ডিভাইডারে উঠে গেলেও বাসটি কলকাতা মুখী লেনে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে যায়।ফলে কিছুক্ষনের জন্য কলকাতা মুখী লেন অবরুদ্ধ হয়ে পড়লে কলকাতামুখী সার্ভিস লেন যান চলাচল করানো হয়। ঘটনায় ৫ জন জখম হলে বর্ধমান থানার পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য অনাময় সুপার স্পেশালিটি হাসপ